
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় বাবার হাতে খুন ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডে। অভিযুক্তের নাম রমেশ থাপা। মৃত পুত্রের নাম রোশন থাপা (২৩)। পুলিশ সূত্রে খবর, ছেলে রোশনের দেরিতে বাড়ি ফেরা নিয়ে তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয় বাবা রমেশের। যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তখনই রমেশ ছুরি নিয়ে ছেলের উপর চড়াও হন বলে অভিযোগ। রোশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার সময় রমেশ মত্ত অবস্থায় ছিলেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর ছেলে রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে তর্কাতর্কির পর রমেশ ছুরি নিয়ে পুত্রের বাঁ পায়ের ঊরুতে কোপ মারে। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত বাবার খোঁজে চলছে তল্লাশি।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪